মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশ্ব ফুটবলে ‘চিরশত্রু’ আর্জেন্টিনাকে কোপা আমেরিকার ফাইনালে ৫-০ গোলে হারানোর ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো।
দক্ষিণ আমেরিকান নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে প্রতিবেশী দেশের আলবার্তো ফার্নান্দেজকে উদ্দেশ্য করে বলসোনারো এ কথা বলেন।
‘মারাকানায় শুধু লড়াই হবে। ব্রাজিল ৫-০ গোলে জিতবে।’
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই এমন উত্তেজনা। এটি শুধুমাত্র খেলোয়াড়দের মাঝেই থাকে না। ছড়িয়ে যায় দুই দেশের প্রতিটি অলিতে, গলিতে। সারা বিশ্বের ঘরে-ঘরে। তাতে এভাবে সরাসরি যোগ দেন সর্বোচ্চ পর্যায়ের নেতারাও।
আর্জেন্টিনার প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলসোনারো বলেন, ‘আমি ম্যাচের ফলাফলও বলে দিতে চাই, ৫-০। হাত উঁচিয়ে আমি বলছি, আমরা ৫-০ ব্যবধানে জিতব। তবে এই ম্যাচের পর ব্রাজিল অবশ্যই আর্জেন্টিনাসহ প্যারাগুয়ে-উরুগুয়ের মঙ্গল কামনা করবে।’
আগামী রবিবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হবে দুই দল। প্রায় ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছেন মেসি-নেইমাররা।
ক্যারিয়ারজুড়ে দেশকে একটা বড় ট্রফি দিতে না পারা মেসির জন্য হাহাকার ঘোচানোর এটি মোক্ষম সুযোগ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।