বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ঘন্টায় নোয়াখালীতে নতুন করে আরও ১৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে ৩জনের। ৪৯৫ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭ শতাংশ।
জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩০৩ জন। মোট আক্রান্তের হার ১২ দশমিক ৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫৩জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৫জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২০জন। মৃত্যুর হার ১দশমিক ২৩ শতাংশ।
শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে।
ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১জন, সুবর্ণচরে ১৪জন, হাতিয়াতে ২জন, বেগমগঞ্জ ২৬জন,সোনাইমুড়ীতে ৭জন,চাটখিল ১২জন, সেনবাগ ৯জন, কোম্পানীগঞ্জ ২৭জন, কবিরহাটে ২৪জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৫৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ২ শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ৩৯৯ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৬৬ জন ও আইসোলেশনে রয়েছেন ১৪ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।