Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে ভ‚মি অফিস দালালমুক্ত ঘোষণা

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে ভ‚মি অফিসে গতকাল রোববার সকালে দাফতরিক কাজে আমূল পরিবর্তন আনা এবং তা দালালমুক্ত ঘোষণা করা হয়েছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভ‚মি অফিসে সংশ্লিষ্ট কাজে আসা ভুক্তভোগী ভ‚মি মালিকরা। সরেজমিনে দেখা গেছে, কেরানীগঞ্জ ভ‚মি অফিস দুইটি সার্কেলে বিভক্ত। কেরানীগঞ্জ সার্কেলের দ্বায়িত্বে রয়েছেন নবনিযুক্ত সহকারী কমিশনার (ভ‚মি) পারভেজুর রহমান এবং দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার (ভ‚মি) অঞ্জন কুমার সরকার। দীর্ঘ দিন ধরে এই দুই অফিসে দালালদের দাপটে অফিস কর্মচারী ও সাধারন ভুমিমালিকরা জিম্মি হয়ে পড়ছিল। বেশির ভাগ হিন্দু সম্প্রদায়ের লোকজন দালালের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুটি সার্কেলের দুই কর্মকর্তা যোগদানের পরে দালালমুক্ত ভ‚মি অফিস গড়ার ঐক্য পোষণ করেন। আগের তুলনায় বর্তমান চিত্র পাল্টে অফিসের প্রবেশ মুখে লাগানো রয়েছে বিভিন্ন জনসচেতনতামূলক লেখা ব্যানার, পোস্টার ও স্টিকার। অফিসের দেয়ালে দেয়ালে দালালমুক্ত ও ঘুষবিরোধী বিভিন্ন শ্লোগানও লেখা রয়েছে। সাধারন মানুষের জন্য স্থাপন করা হয়েছে হেল্পডেস্ক। এই হেল্পডেস্কের মাধ্যমে মানুষ অতি সহজেই ভ‚মি সংক্রান্ত যেকোন তথ্য তারা পেয়ে যান। অফিসগুলো জরাজীর্ণ অবস্থা থেকে এখন পরিচ্ছন্ন অবস্থায় ফিরে আনা হয়েছে। এখানে সব নথিপত্র বিশেষ উপায়ে স্মারক ও ক্রমিক নম্বর অনুযায়ী নথিযুক্ত করে সংরক্ষনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে কোন নথি ১ মিনিটের মধ্যে তা বের করা যাবে। এখানে নামজারি কেসের কোন পেন্ডিং নেই। দ্রæত সময়ের মধ্যেই মানুষ তাদের নামজারি পর্চা পেয়ে যান। আগে এখানে মিস কেসের পাহাড় ছিল। এখন অধিকাংশ মিসকেসের শুনানির মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে। মাঝে মাঝে গনশুনানি নেয়া হয়। প্রয়োজনে শুক্রবার ও শনিবারও অফিস খোলা রাখা হয়। এখন অফিসগুলো থেকে ভ‚মি মালিকরা অতি দ্রæত সময়ের মধ্যেই তাদের ভ‚মি সংক্রান্ত যেকোন কাজ দালাল এবং কোন প্রকার হয়রানি ছাড়া খুব সহজেই করতে পারছেন। কেরানীগঞ্জ সার্কেল ভ‚মি অফিসের তুলনায় দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেল ভ‚মি অফিস একটু ছোট হলেও তা এখন সহকারী ভ‚মি কমিশনার অঞ্জন কুমার সরকারের তত্বাবধানে অফসের আয়তন বাড়ানোর জন্য নতুন কক্ষের নির্মান কাজ দ্রæত এগিয়ে চলছে। কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) পারভেজুর রহমান বলেন, আমি অফিসকে দালালমুক্ত করেছি। অফিসে ভ‚মি সংক্রান্ত কোন কাজে কেউ যেন ভোগান্তির শিকার না হয় তার জন্য আমি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাধারণ মানুষের সচেতনা বৃদ্ধির জন্য অফিসে নানা পদক্ষেপ গ্রহন করা হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) অঞ্জন কুমার সরকার বলেন, ভ‚মি সংক্রান্ত বিষয়ে বেশিরভাগ মানুষের কোন অভিজ্ঞতা নেই। তাই তারা সহজেই দালালদের খপ্পরে পড়ে যায়। অফিসে মানুষ যাতে কোন ভোগান্তিতে না পড়ে তার জন্য নানা পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কেরানীগঞ্জে ভ‚মি অফিস দালালমুক্ত ঘোষণা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ