Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যমুনার পানিতে নিষেধাজ্ঞা রাজনৈতিক নেতাদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৫ এএম

যমুনার পানিতে দূষণ! বেজায় চটলেন পুরোহিতরা। যমুনা নদীর ধারে যেতে পারবেন না রাজনৈতিক দলের নেতারা। নদীতে পুজো করতেও পারবেন না নেতারা। রাজনৈতিক নেতাদের এবার ব্যান করলেন মথুরার পুরোহিতরা। যমুনা নদীর পানিতে যেভাবে দূষণ বাড়ছে, তা নিয়ন্ত্রণে রাজনৈতিক নেতারা ব্যর্থ, এ অভিযোগে এবার এমন সিদ্ধান্ত নিলেন মথুরার পুরোহিতরা। তাদের অভিযোগ, ‘রাজনৈতিক নেতারা মিথ্যাবাদী। ভোটের সময় শুধু তাদের দেখা যায়। ভোট মিটলে উধাও হয়ে যান’।

যমুনা নদীর ঘাটে ব্যানার টাঙিয়েছেন পুরোহিতরা। ওই ব্যানারে রাজনৈতিক নেতাদের উদ্দেশে লেখা হয়েছে, ‘তারা সকলে যমুনাজির কাছে দিব্যি খেয়ে মিথ্যা কথা বলেছেন। তাদের শুধু নির্বাচনের সময় দেখা যায়। মা যমুনার এ দোষীদের এবং আধিকারিকদের নিষিদ্ধ করা হল। যমুনা নদীর চারপাশে তারা ঘুরতে পারবেন না। পুজোও করতে পারবেন না সেখানে’।

স্থানীয় পুরোহিত রাধে শ্যাম বলেছেন, ‘নির্বাচনের সময় একাধিক রাজনৈতিক নেতা যমুনা নদীর আশপাশে ঘোরেন। কিন্তু, ভোটে জয়ের পরই তারা উধাও হয়ে যান। কিন্তু, এবার এটা আর হবে না। রাজনৈতিক নেতারা আমাদের বারংবার আশ্বাস দিয়েছেন যে, তারা যমুনা নদীর পানি পরিষ্কার করবেন। কিন্তু, কাজের কাজ হয় না’। অখিল ভারতীয় তীর্থ পুরোহিত মহাসভার জাতীয় সভাপতি মহেশ পাঠকও বলেছেন, নদীর পানি ক্রমশ খারাপ হচ্ছে।
এদিকে, স¤প্রতি জেলা কংগ্রেসের সদস্যরা যমুনার দূষিত পানি স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের কাছে পাঠিয়েছেন। কংগ্রেস লেজিসলেচার পার্টির (সিএলপি) প্রাক্তন নেতা প্রদীপ মথুর বলেছেন, ‘পুণ্যার্থীরা বাধ্য হয়ে নদীর এ দূষিত পানিতে গোসল করছেন’। কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকার কোনো কাজই করেনি বলে অভিযোগ করেছেন তিনি।

যমুনা নদীর পানিতে দূষণ ছড়াচ্ছে। ক্রমশ পানির মান খারাপ হচ্ছে। এই পরিস্থিতিতে যেভাবে রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে সুর চড়ালেন পুরোহিতরা, তা উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যমুনা

৯ মে, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ