বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন এলাকায় সামসু (৪২) নামের এক বাবুর্চিকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত সামসু চনপাড়া পুনর্বাসনের ৬নং ব্লক এলাকার আব্দুল মান্নানের ছেলে।
নিহত সামসুর মা মনি বেগম জানান, সামসু পেশায় একজন বাবুর্চি। গতকাল বৃহস্পতিবার সকালে শাহিনসহ তাদের লোকজন বাবুর্চি সামসুকে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৭নং ব্লকের ইউনুছের গ্রেরেজের পশ্চিমপাশে ডেকে নিয়ে যায়। সেখানে শাহিন ও রাজাসহ লোকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মা মনি বেগম ছেলে হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন। এদিকে, হত্যার ঘটনাকে কেন্দ্র করে চনপাড়া পুনর্বাসন এলাকায় উত্তপ্ত হয়ে উঠেছে। পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন এলাবাসী। এ ঘটনায় পুলিশ চনপাড়া পুনর্বাসন এলাকায় ১১ জনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।