Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনে ঢাকা ছাড়তে পারবে জবি শিক্ষার্থীরা

জবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৯:১৩ পিএম

ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকা ছাড়তে পারবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাড়ি পৌঁছে দেয়া হবে। এজন্য ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৩ জুলাইয়ের মধ্যে স্ব-লিখিত আবেদন কর্তৃপক্ষের কাছে জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার ( ৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল ও ছাত্র-কল্যাণের পরিচালক ড. মোহাম্মদ আব্দুল বাকী সাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, আমাদের আগে দেখতে হবে, কত সংখ্যক শিক্ষার্থী ঢাকায় আটকে আছে। আবেদনের ভিত্তিতে শিক্ষার্থীদের সংখ্যার অনুপাতে বিভাগীয় বা জেলা শহরগুলোর জন্য বাসের ব্যবস্থা করা হবে।

নোটিশে আগামী ১৩ জুলাই মঙ্গলবার দুপুর ২টার মধ্যে ঢাকায় অবস্থানরত ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে ইচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্ব-হস্তে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক প্রক্টর/পরিচালক (ছাত্র-কল্যাণ), জবি বরাবর একটি আবেদনপত্র জমাদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে। কোনো শিক্ষার্থী সরাসরি আবেদনপত্র জমা দিতে না পারলে তাদেরকে চেয়ারম্যান/বিভাগীয় প্রধান-এর ই-মেইলে সফট্‌কপি প্রেরণ করতে বলা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইমদাদুল হক বলেন, 'যে সকল শিক্ষার্থীরা বাসে যাবে, ১৩ তারিখ পর্যন্ত তাদের আবেদন করতে হবে। আবেদন জমা দিতে হবে প্রক্টর অফিস বরাবর। যারা সশরীরে আবেদন করতে পারবে না, তারা বিভাগীয় চেয়ারম্যানের কাছে আবেদন করবে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ