মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ফিলিপিন্সের আগামী বছরের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বুধবার জোরালোভাবেই তিনি সেই আভাষ দিয়েছেন। দুতার্তে বলেন, ‘ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়া নিয়ে আমি গুরুত্বের সাথে ভাবছি।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। রাজনৈতিক মিত্রদের সাথে টেলিভিশনে স¤প্রচারিত এক বৈঠকে ৭৬ বছর বয়সী এই রাজনীতিবিদ বলেন, মানুষের অশেষ আবেগ আমাকে ছুঁয়ে গেছে। তারা আমাকে ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হতে আহŸান জানিয়েছেন। সাংবিধানিক বিধিনিষেধের কারণে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে পারবেন না রদ্রিগো দুতার্তে। কিন্তু ভাইস-প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। ছয় বছরের ক্ষমতার মেয়াদ শেষ হতে বছরখানেকেরও কম সময় বাকি আছে তার। তিনি বলেন, ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ক্ষেত্রে আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, তা আমি গ্রহণ করেছি। নির্বাচন নিয়ে আমি গুরুত্বসহকারে ভাবছি। গত মাসে তিনি বলেন, এটি একটি ভালো ধারণা। কারণ আমার হাতে কিছু অসমাপ্ত কাজ আছে। যেমন অবৈধ মাদকের বিরুদ্ধে লড়াই। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।