Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

আসছে কলকাতার বাজি যাচ্ছে রাত্রির যাত্রী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

অনেকদিন পর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে আসছে কলকাতার চলচ্চিত্র বাজি। অন্যদিকে ভারতে যাচ্ছে বাংলাদেশি চলচ্চিত্র রাত্রির যাত্রী। ইতিমধ্যে সিনেমা দুটি বিনিময়ের সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাজি সিনেমাটি মুক্তির অনুমতিও দিয়েছে। এদেশে বাজি আমদানি করে মুক্তি দিচ্ছে তিতাস কথাচিত্র। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে একদিনে বাজি মুক্তি দেয়া হবে। গত ঈদে সিনেমাটি তারা মুক্তি দেয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি অবনতির কারণে তা সম্ভব হয়নি। কলকাতাতেও মুক্তি দেয়া হয়নি। প্রতিষ্ঠানটি জানায়, পশ্চিমবঙ্গে যদি বাজি ঈদে মুক্তি দেয়, তবে বাংলাদেশেও ঈদে মুক্তি দেয়া হবে। উল্লেখ্য, ২০২০ সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল জিৎ-মিমি জুটির সিনেমা বাজির শুটিং। অংশুমান প্রত্যুষ পরিচালিত সিনেমাটি নির্মিত হয়েছে জিতের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্মওয়ার্কস থেকে। যেটি তেলেগু ব্লকবাস্টার নান্নাকু প্রেমাথো সিনেমার রিমেক। অন্যদিকে ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি মুক্তি পায় হাবিবুর রহমান হাবিব পরিচালিত ও আনিসুর রহমান মিলন-মৌসুমী অভিনীত রাত্রির যাত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাত্রির যাত্রী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ