Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হত্যা রহস্য নিয়ে অঞ্জন দত্ত’র আগামী ফিল্ম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

দার্জিলিংয়ের পটভূমিতে একটি টানটান উত্তেজনার হত্যারহস্য নিয়ে নির্মিত হবে অঞ্জন দত্ত’র আগামী চলচ্চিত্র। অভিনয় করবেন অর্জুন চক্রবর্তী, অনিন্দিতা বোস, সুপ্রভাত, রাজদীপ, সৌরভ, সন্দীপ্তা, রজত গাঙ্গুলি, শাশ্বতী গুহঠাকুরতা প্রমুখ। “আমি সবসময়ই রহস্য থ্রিলারের মনোযোগী পাঠক। বরাবর একটি হত্যারহস্য নিয়ে নির্মাণ করতে চেয়েছি। আরেকটি ডিটেকটিভ সৃষ্টির বদলে একটি অনন্য কাজ করতে চাইছি। পর্যটন দৃষ্টিতে দার্জিলিংকে তুলে ধরার বদলে এমন করে উপস্থাপন করতে চাই যা আগে হয়নি। গা ছমছম করা গলি, বাজার, মহল্লাকে এমন করে আগে দেখান হয়নি,” দত্ত বলেন। দার্জিলিংয়ে ১৯৯০ দশকের এক বাঙালি চলচ্চিত্র তারকার মৃত্যু নিয়ে ফিল্মটির গল্প। দত্ত নিজেই এই ফিল্মে এক অনুসন্ধানী সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন। সমসাময়িক আর তরুণদের নিয়ে কাহিনী এগোবে। কাহিনীতে নাটকীয়তা থাকবে আর চরিত্রগুলোও হবে একাধিক স্তরবিশিষ্ট। পরিচালক হিসেবে দত্ত’র শেষ ফিল্ম ‘সাহেবের কাটলেট’ গত বছর মুক্তি পেয়েছে। এতে কেন্দ্রীয় ভূমিকায় তিনিই অভিনয় করেছিলেন। অর্জুনকে আগামীতে সৃজিত মুখার্জীর ‘এক্সপ্রেম’ ফিল্মে এক সফটওয়্যার এঞ্জিনিয়ারের ভূমিকায় দেখা যাবে; এটি সৃজিতের সঙ্গে তার প্রথম ফিল্ম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অঞ্জন দত্ত’র ফিল্ম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ