Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুন মাসে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি ঢাকায়, কম হয়েছে সিলেটে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৬:৪০ পিএম

গত জুন মাসে বিভাগের বিভিন্ন স্থানে ২৩ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২২ জনের । তবে এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও ঘটেছে প্রাণহানি। ৮৬টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন। সবচেয়ে কম হয়েছে সিলেট বিভাগে। একই মাসে সারাদেশে ৩২৭টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৯৮ জন। এ সময়ে আহত হয়েছেন ৪২৩ জন। নিহতের মধ্যে নারী ৫২ জন এবং শিশু ৩৩ জন। গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে প্রতিবেদনটি।

প্রতিবেদনে বলা হয়, গত জুন মাসে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সব চেয়ে বেশি। এই সময়ে ১৪২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫১ জন। এ সময় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও ঘটেছে প্রাণহানি। ৮৬টি দুর্ঘটনায় নিহত ১০৩ জন। সবচেয়ে কম সিলেট বিভাগে। ২৩টি দুর্ঘটনায় নিহত ২২ জন। একক জেলা হিসেবে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে। ১৯টি দুর্ঘটনায় ৩২ জন নিহত। সবচেয়ে কম নড়াইল জেলায়। ২টি দুর্ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে গত মে মাসে ৪৪১টি দুর্ঘটনায় নিহত হয়েছিল ৫৬২ জন । গড়ে প্রতিদিন নিহত হয়েছিল ১৮ দশমিক ১২ জন। আর জুন মাসে গড়ে প্রতিদিন নিহত হয়েছে ১৩ দশমিক ২৬ জন। জুন মাসের অর্ধেক সময়জুড়ে এলাকাভিত্তিক লকডাউনে বিভিন্ন জেলা শহরে যানবাহন বন্ধ ছিল এবং ২৮ জুন থেকে সর্বাত্মক লকডাউনে সারাদেশে বন্ধ ছিল গণপরিবহন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দূর্ঘটনা

১২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ