Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর করোনায় আরো ৯ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ১৬৩ জন

ফরিদপুর জেলা সংবাদাতা | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৪:০১ পিএম

ফরিদপুরে কোনোভাবেই থামছেনা করোনা আক্রান্তের সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় ৬ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫৪ জনের নমুনা পরীক্ষায় ১৬৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৬ দশমিক ০৪ শতাংশ।

এর মধ্যে ফরিদপুর সদরে ১৩০ জন, বোয়ালমারী ১১ জন, ভাঙ্গায় ২ জন,
সদরপুর ১ জন, চরভদ্রাসনে ২ জন, নগরকান্দায় ৬ জন, সালথায় ৫ জন
মধুখালীতে ৬ জন।

বুধবার (৭ জুলাই) জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, করোনায় আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও সাধারণ ওয়ার্ডে ২৯৭ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৩,৯৪৮ জন ও মৃত্যু হয়েছে ২৪১ জনের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ