বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আট জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পরিচালক সাইফুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকাল পর্যন্ত হাসপাতালে ৩০৫ জন ভর্তি ছিলেন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ২৩৬ জন। ৬৮ জনের উপসর্গ রয়েছে এবং একজন সুস্থ হয়েছেন।
ফরিদপুর সেভিল সার্জন অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে মোট ৩৭৬টি নমুনা পরীক্ষায় মোট ১৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬৪ জন ফরিদপুরের বাসিন্দা। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪৫ দশমিক ৮১ শতাংশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।