Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনা সানক্তের নতুন রেকর্ড একদিনে ৩৮৯ জন, মৃত্যু ৩

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ৩:০০ পিএম

২৪ ঘন্টায় সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যায় নতুন রেকর্ড তৈরি হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরোও ৩৮৯ জন। এ পরিসংখ্যান এ যাবৎকালে সিলেটে সর্বোচ্চ। একই সময়ে মৃত্যু হয়েছে ৩ জনের । এর আগে গত ৬ জুলাই সকাল ৮টা অবধি পূর্বের ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৮৭ জন করোনাক্রান্ত রোগী সনাক্ত হয়েছিলেন বিভাগে। আজ বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, আজ সকাল ৮টা অবধি পূর্বের ২৪ ঘন্টায় সিলেট বিভাগের চার জেলায় ৩৮৯ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। সনাক্তের হার ৪০. ১৪ ভাগ। এ সময়ে আরও ৩ জন মারা গেছেন । আক্রান্তদের মধ্যে সিলেট ২১৬ জন, সুনামগঞ্জের ১৬ জন, মৌলভীবাজারের ৬৬ জন ও ৫১ জন রয়েছেন হবিগঞ্জের। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের করোনাক্রান্ত হিসেবে সনাক্ত হয়েছেন ৪০ জন। মৃতদের সবার বাড়িই সিলেটের। এ নিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। আর মৃত্যুর সংখ্যা ৫০৫ জন। ডা. সুলতানা রাজিয়া আরোও জানান, বর্তমানে বিভাগ ৫০৮ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তন্মধ্যে ৪৫০ জনই সিলেটের। এদিকে, সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে আরোও ১৩৬ জন করোনা থেকে হয়ে ওঠেছেন সুস্থ। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৪৭৮ জনে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

৫ ফেব্রুয়ারি, ২০২৩
১০ ডিসেম্বর, ২০২২
৭ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ