বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে মৃত্যুর হার কমেছে। বেড়েছে আক্রান্তের হার। ২৪ ঘন্টায় রংপুর বিভাগে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৭’শ ৪৪ জন।
বিভাগীয় স্বাস্থ্য অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগে করোনায় মারা গেছে ৬ জন। এদের মধ্যে নীলফামারীতে ১, লালমনিরহাটে ৩, দিনাজপুরে ৩ জন। এ নিয়ে এ বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬’শ ১২ জনে।
নতুন করে সনাক্ত হয়েছে মোট ৭’শ ৪৪ জন। এদের মধ্যে রংপুরে ১’শ ১৬, পঞ্চগড়ে ৫৪, নীলফামারীতে ৮৯, লালমনিরহাটে ২২, কুড়িগ্রামে ৪২, ঠাকুরগাঁওয়ে ১’শ ৪৮, দিনাজপুরে ২’শ ২৬ এবং গাইবান্ধায় ৪৭ জন। সনাক্তের বিবেচনায় আক্রান্তের হার ২৮ দশমিক ৪১ শতাংশ।
এদিকে, কঠোর লকডাউনের ৮ম দিনে আজ রংপুর নগরীতে যানবাহন ও লোক সমাগম অনেকটা বেড়ে গেছে। দোকান-পাটও বেশ খুলেছে। কোন বাধাই মানতে চাচ্ছেন না পথচারী ও ব্যবসায়ীরা। লকডাউন বাস্তবায়নে নগর জুড়ে দায়িত্বে রয়েছেন ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশ ও র্যাবের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, আনসারবাহিনী টহল দিচ্ছে। নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অব্যাহত রাখলেও গত কয়েকদিনের চেয়ে অনেক বেশি লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।