Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এসএ টিভির আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এসএ টিভি ইতোমধ্যে দর্শক মনে স্থান করে নিয়েছে। আজ চ্যানেলটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে দর্শকদের উপভোগের জন্য চ্যানেলটি আয়োজন করেছে বর্ণাঢ্য বিভিন্ন অনুষ্ঠানের। প্রতি বছর এসএটিভি দেশের শিল্প সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্র থেকে বাছাই করে একজন গুণী মানুষকে তার জীবনব্যাপী কর্ম সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘আজীবন সম্মাননা’ প্রদান করে। ২০১৫ বাংলাদেশের গুণী শিল্পী ফেরদৌসী রহমানকে আজীবন সম্মাননা প্রদান করে এসএ টিভি। এই ধারাবাহিকতায় এসএটিভি কর্তৃপক্ষ এবার নায়ক রাজরাজ্জাককে ‘আজীবন সম্মাননা’ প্রদান করবে। আগামী ১৯ জানুয়ারী ২০১৬ তারিখ বেলা ১২ ঘটিকায় এসএ টিভির মূল ভবণে এক সংক্ষিপ্ত অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এই সম¥ান স্মারক তুলে দেবেন এসএটিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসএ টিভির আজীবন সম্মাননা পাচ্ছেন রাজ্জাক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ