প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : আরটিভিতে প্রচার হচ্ছে নতুন ধারাবাহিক নাটক সম্পর্ক। রায়হান খানের রচনা ও পরিচালনায় নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, মাহফুজ আহমেদ, তানিয়া আহমেদ, জাকিয়া বারী মম, মেহজাবিন চৌধুরী, মিশু সাব্বির, নাঈম, আরফান হমেদ, তৌসিফ মাহবুব, নীলাঞ্জনা নীলা, নাদিয়া খানম প্রমুখ। নাটকটি প্রচার হয় রবি থেকে বুধ রাত ৭টা ৪০ মিনিটে। বাংলাদেশ থেকে পাঁচজন ছেলে মেয়ে থাইল্যান্ডের ব্যাংককে ফটোগ্রাফির উপর একটা ছোট্ট কোর্স করতে গিয়েছে। তারা হচ্ছে আবীর, রাহাত, নুসরাত, অহনা ও মুমু। এক রাতে তারা চলে যায় প্রমোদ নগরী পাতায়াতে। সারাদিন ঘুরাঘুরি, আড্ডা, খাওয়া দাওয়া শেষে রাতের কোন ডিস্কোতে ড্যান্সফ্লোরে নাচানাাচি, অল্পসল্প ড্রিংস। অসাধারাণ কাটে তাদের সময়। রাত তখন ২/৩ টা হবে। রুমে ফিরে যেতে চায় না মন। প্ল্যান হয় সারারাত বীচে বসে গল্প করবে, দেখবে সূর্যদোয়, তারপর রুমে ফেরা। পাঁচ বন্ধুর আড্ডা জমেছে পাতায়ার বীচে। খাওয়া দাওয়া, গান বাজনা, হঠাৎ ওদের চোখে পড়ে একটি লোককে তিনটি লোক তাড়া করছে। লোকটি প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে সমুদ্রের পানিতে। গুলি করে পিছু নেয়া লোকগুলো। রক্তে লাল হয়ে ওঠে পাতায়ার বীচের পানি। তখন আবীরের হতে ছিলো ক্যামেরা, ছবি তুলেই চলছিল মর্মান্তিক দৃশ্যের। হঠাৎ ওদের দেখে ফেলে আততায়ী তিন জনের একজন। তাড়া করে ওদেরকে। প্রাণপণে ছুটে পালায় তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।