Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৮০ জেলা তালেবানের দখলে

আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফের স্বীকারোক্তি দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেয়ার কোনো পরিকল্পনা কাবুল সরকারের নেই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

আফগানিস্তানের বিভিন্ন স্থানে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ ছড়িয়ে পড়ার একই সময়ে দেশটির সরকার অন্তত ৮০ জেলার নিয়ন্ত্রণ হাতছাড়া হয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছে। আফগান পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ হানিফ আতমার মঙ্গলবার কাবুলে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে এ ঘোষণা দিয়ে বলেছেন, এসব জেলার নিয়ন্ত্রণ তালেবান গ্রহণ করেছে। আতমার বলেন, কোনো কোনো জেলা তালেবানরা জোর করে দখল করেছে এবং কোনো কোনো জেলা থেকে সরকারি সেনাদের ‘কৌশলগত কারণে’ সরিয়ে আনা হয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলোচনা করছেন মোহাম্মাদ হানিফ আতমার। সাম্প্রতিক সময়ে তালেবানের হাতে আফগানিস্তানের বহু জেলার পতন হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও এই প্রথম দেশটির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ সংক্রান্ত খবরের সত্যতা নিশ্চিত করলেন। তালেবান অবশ্য ১৫০টির বেশি জেলা দখল করার দাবি করেছে। আর আফগান জাতীয় নিরাপত্তা পরিষদ দাবি করেছে, দেশটির নিরাপত্তা বাহিনী গত দু’সপ্তাহে ১৪ জেলার নিয়ন্ত্রণ তালেবানের কাছ থেকে পুনরুদ্ধার করেছে এবং এ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আফগানিস্তানের মোট জেলা সংখ্যা ৩৮৮। এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বলেছেন, দেশের নিয়ন্ত্রণ তালেবানের হাতে ছেড়ে দেয়ার কোনো পরিকল্পনা কাবুল সরকারের নেই। তিনি বলেন, “তালেবান যদি মনে করে আমরা আত্মসমর্পন করব তাহলে আগামী ১০০ বছরেও তাদের সে আশা পূরণ হবে না।” বিগত কয়েক দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আফগান জনগণের এই জল্পনা জোরেসোরে প্রচারিত হচ্ছে যে, আশরাফ গনি সরকার বিনা যুদ্ধে একের পর এক জেলা তালেবানের হাতে তুলে দিচ্ছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয় যাতে লেখা ছিল, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশের কয়েকটি জেলা তালেবানের হামলার আগেই খালি করে দেয়া হয়েছে। তালেবানের মুখপাত্ররা সামাজিক যোগাযাগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করছেন যাতে আফগান নিরাপত্তা বাহিনীকে তালেবানের কাছে আত্মসমর্পনের আহ্বান জানানো হচ্ছে। প্রেসিডেন্ট আশরাফ গনি মন্ত্রিপরিষদের বৈঠকে জোর দিয়ে বলেছেন, আত্মসমর্পনের কোনো ঘটনা ঘটবে না বরং এখন ‘শক্তিমত্তা, প্রত্যয় ও জাতীয় সংহতি’ প্রদর্শনের সময় এসেছে। তিনি বলেন, সকল রক্তপাত ও জানমালের ক্ষয়ক্ষতির দায়ভার তালেবানকে বহন করতে হবে। আল-জাজিরা।



 

Show all comments
  • মোঃ আনোয়ার আলী ৮ জুলাই, ২০২১, ৬:১৩ এএম says : 0
    আল্লাহ আছেন তোমাদের সাথে
    Total Reply(0) Reply
  • Zakiul Islam ৮ জুলাই, ২০২১, ৮:২৯ এএম says : 0
    দেশের জনগন বিদেশী তল্পি বাহক , দালাল দের কখনও চায় না। আপনি জনগনের ভোটে নির্বাচিত নন ।আপনি আমেরিকার দ্বারা নির্বাচিত , আপনি আফগানিস্তানের বৈধ প্রেসিডেন্ট নন , বিদায় হউন এবং জনগণকে মুক্তি দিন । অবৈধ ভাবে ক্ষমতায় থাকার জন্য জনগনের কাছে ক্ষমা প্রার্থনা করুন ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ