মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিল শহরের বিমানবন্দরে মার্কিন সেনাঘাঁটিতে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। বিমানবন্দরটিতে ড্রোনের সাহায্যে বোমা হামলা এবং অন্তত ২০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি বিস্ফোরক বোঝাই পাইলটবিহীন বিমান বা ড্রোন দিয়েও বিমানবন্দরটিতে হামলা চালানো হয়। হামলার পরই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করে এর সব বাতি নিভিয়ে ফেলা হয়। তবে মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এর আগে গত সোমবার ইরানের আনবার প্রদেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি আইন আল-আসাদে ক্ষেপণাস্ত্র হামলা হয়। একই দিন রাতে বাগদাদস্থ মার্কিন দূতাবাসে ড্রোন হামলা হয় এবং মার্কিন সেনারা একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেন। এখন পর্যন্ত কেউ এসব হামলার দায় স্বীকার না করলেও যুক্তরাষ্ট্রের দিকে অভিযোগের আঙুল ইরানের। ইরাকের জনগণ আর তাদের দেশে মার্কিন সেনা উপস্থিতি মেনে নিতে রাজি নয়। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।