Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন চার চলচ্চিত্রে ইলোরা গহর

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ওয়াহিদ তারেক পরিচালিত ‘আলগা নোঙ্গর’ সিনেমায় কেন্দ্রীয় চার চরিত্রের একটিতে অভিনয় করেছেন ইলোরা গহর। আর এই নিয়েই তিনি বেশ খোশ মেজাজে আছেন। সিনেমাটি নিয়ে তার উচ্ছ¡াসের কমতি নেই। তিনি বলেন, ‘আমার অভিনয় জীবনের শ্রেষ্ঠ সিনেমা সূর্য দীঘল বাড়ি। এতে মাইমুনা চরিত্রে অভিনয় করেছিলাম। এ চরিত্রে অভিনর করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বাচসাস পুরস্কার পেয়েছিলাম। সূর্য দীঘল বাড়ি নির্মাণ করেছিলেন মসিহউদ্দিন শাকের ও শেখ নিয়ামত আলী। এরপর বাংলাদেশে এই মানের সিনেমা খুব কমই তৈরী হয়েছে। তবে আলগা নোঙ্গর সিনেমাটি অনেকটা সেই মানের সিনেমা। পরিচালক ওয়াহিদ তারেকের মাঝে আমি শাকের ভাই, নিয়ামত ভাইয়ের ছায়া খুঁজে পেয়েছি। তাই সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। হতে পারে এই সিনেমা আমাকে সূর্য দীঘল বাড়ির পর বহুকাল দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে।’ এদিকে ইলোরা গহর এরই মধ্যে শেষ করেছেন সৈকত নাসিরের নির্দেশনায় ‘পাষাণ’ ও সোহেল আরমানের নির্দেশনায় ‘ভ্রমর’ সিনেমার কাজ। চলতি মাসের শেষ সপ্তাহে তিনি শুরু করতে যাচ্ছেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘ভালো থেকো’ সিনেমার কাজ। ইলোরা গহর জানান ‘পাষাণ’ সিনেমায় তিনি আইটেম কন্যার আদলের একটি চরিত্রে অভিনয় করেছেন। আরেকটি বিষয়ে ইলোরা গহর স্পষ্ট করতে চান মিডিয়াতে অনেকেই জানেন তিনি প্রয়াত অভিনেত্রী রওশন জামিলের মেয়ে। পাশাপাশি তিনি মুক্তিযোদ্ধা কবি, গীতিকার নঈম গহরেরও কন্যা। উল্লেখ্য, ইলোরা গহর প্রথম নাটকে অভিনয় করেন আব্দুল্লাহ আল মামুনের রচনায় ও আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় ‘তুমি সেই প্রজাপতি’ নাটকে। ১৯৮৯ সালে বিটিভিতে সর্বশেষ অভিনয় করেন ‘অসময়ের অতিথি’ নাটকে। তারপর দীর্ঘ বিরতী দেন। বিরতরি পর মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ও ‘চড়–ইভাতি’ সিনেমাতে অভিনয় করেন। এরপর শঙ্খদাশ গুপ্তর ‘হ্যালো অমিত’ ও ইমপ্রেস টেলিফিল্মের ‘মধুমতি’ সিনেমায় অভিনয় করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি দীপ্ত টিভি’র ধারাবাহিক ‘অপরাজিতা’ এবং সন্দীপ রায়ের নির্দেশনায় এসএটিভির ‘শুধু তোমাকে চাই’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন চার চলচ্চিত্রে ইলোরা গহর
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ