Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিতর্কিত বাঁধে পানি জমাতে শুরু করেছে ইথিওপিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

নীল নদের ওপরে নির্মাণ করা বিশাল বাঁধে পানি জমা করতে শুরু করেছে ইথিওপিয়া। এই বাঁধ নিয়ে প্রতিবেশী মিসরের সঙ্গে তুমুল উত্তেজনা চলছে দেশটির। সামনেই এই উত্তেজনা নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার কথা ছিল। কিন্তু তার আগেই বাঁধে পানি আটকানো শুরু করেছে ইথিওপিয়া। এ খবর দিয়েছে আল-জাজিরা। মিসর জানিয়েছে, ইথিওপিয়া তাদের কাছে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দিয়েছে। তাতে ওই বাঁধে পানি জমানোর পরবর্তী ধাপ চালুর কথা জানানো হয়েছে। এ নিয়ে সোমবার একটি বিবৃতি দিয়েছে মিসরের সেচ মন্ত্রণালয়। এতে ইথিওপিয়ার ওই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের লংঘন বলে আখ্যায়িত করা হয়েছে। ইথিওপিয়ার এই বাঁধটি আফ্রিকা মহাদেশের সবথেকে বড় পানিবিদ্যুৎ প্রকল্প হতে যাচ্ছে। এই বাঁধ নিয়ে গত এক দশক ধরেই মিশর ও সুদানের সঙ্গে উত্তেজনা চলছে দেশটির। আদ্দিস আবাবা দাবি করেছে, এই বাঁধটি সম্পূর্ন উন্নয়নের জন্য নির্মান করেছে তারা। তবে কায়রো ও খার্তুমের সরকার এ বাঁধ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে। তাদের দাবি, ইথিওপিয়া বাঁধের মাধ্যমে পানি আটকাতে শুরু করলে তাদের নাগরিকরা পানি বঞ্চিত হবে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ