Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড়শিতে মাছ ধরা আমার নেশা : রিয়াজ

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সময় ও সুযোগ পেলেই বড়শিতে মাছ ধরতে পছন্দ করেন চিত্রনায়ক রিয়াজ। রিয়াজ মনে করেন, এটি তার একটি শখ। তিনি বলেন, যখনই সময় পাই ঢাকার বাইরে বড়শি নিয়ে বেরিয়ে পড়ি। কোনো এক অজপাড়া গাঁয়ে চলে যাই। এরপর বড়শি দিয়ে পুকুর পাড়ে ঘণ্টার পর ঘণ্টা মাছ ধরতে আমার খুব ভালো লাগে। এটা তো এক সময় নেশার মতো ছিল! প্রায়ই মাছ ধরতে বেরিয়ে যেতাম। হুমায়ূন আহমেদ স্যার যখন বেঁচে ছিলেন তখন এটা বেশি করতাম। স্যার এবং আমি দুজনেই বড়শি দিয়ে মাছ ধরতাম। মাছ ধরতে যাওয়ার সময় রিয়াজের বেশভ‚ষা থাকে একেবারেই অন্যরকম। এসময় তিনি ফোর কোয়ার্টার প্যান্টের সঙ্গে টি-শার্ট, হাতে গøাভস, মাথায় ক্যাপ আর চোখে সানগøাস পরেন। রিয়াজ বলেন, আয়োজন করে মাছ ধরার মজাই আলাদা। এটা আমার কাছে ছোটখাটো একটা উৎসবের মত মনে হয়। সেজন্য মাছ ধরতে যাওয়ার আগে প্রস্তুতি নিয়ে বের হই। অনেক সময় পুকুর পাড়ে তাঁবু ফেলে, চেয়ার-টেবিলে পেতে রীতিমত উৎসব মুখর পরিবেশে মাছ ধরি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড়শিতে মাছ ধরা আমার নেশা : রিয়াজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ