মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অবহেলার মাধ্যমে ২২৬টি ভেড়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ায় নিউজিল্যান্ডের এক কৃষককে দণ্ড দিয়েছেন দেশটির আদালত। প্রাণীগুলোকে অপুষ্ট ও দুর্বল অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, কৃষক বেভান স্কট টেইট বলেছেন, তিনি বিষণ্নতায় ভুগছিলেন ও প্রয়োজনীয় সাহায্য পাননি। তাই ভেড়াগুলোর প্রতি যত্ন নিতে পারেননি। সোমবার অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাক্টের অধীনে তাকে ৯ মাস গৃহে অন্তরীণ ও ১৫০ ঘণ্টা সামাজিক কাজের দণ্ড দেওয়া হয়। এ ছাড়া চার বছর কোনো খামারের মালিকানা ও ব্যবস্থাপনায় যুক্ত থাকতে পারবেন না তিনি। ২০১৯ সালে এপ্রিলে কর্তৃপক্ষ প্রথমবার পরিদর্শনকালে বেভানের খামারে কিছু মৃত ভেড়া দেখতে পায়। এরপর তারা বিষয়টি নজরদারিতে রাখে। ওইসময় কিছু প্রাণীর এতই অবহেলা হয়েছিল যে, তাদের শরীরে মাছির আক্রমণে ক্ষত তৈরি হয়, সেখানে ডিমও পাওয়া যায়। আবার কোনো কোনো ভেড়ার লোম দুই বছরেও কাটা হয়নি। বিষয়টি দেখে পরিদর্শক বেভানকে কিছু নির্দেশনা দেন, কিন্তু আগস্টে এসে দেখেন অবস্থা আরও শোচনীয়। ফলাফলে ২২৬টি ভেড়া মরতে বসেছিল। বাকি প্রাণীকে বিক্রি করে দেওয়া হয়েছে বা অন্য খামারে পাঠানো হয়। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।