Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সুইডেন আইএস’র কারাগার থেকে নারী-শিশুদের ফিরিয়ে আনছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০২ এএম

সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসী গ্রুপ ইসলামিক স্টেটের (আইএস) কারাগারে থাকা সুইডিশ নারী এবং শিশুদের সুইডেনে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। তাদেরকে কুর্দিশ স্বায়ত্তশাসিত এলাকা থেকে বহিষ্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই সুইডেনে ফিরিয়ে আনা হচ্ছে। সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি (এমএফএ) এবং শিশু বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত সুইডিশ একটি প্রতিনিধি দল উত্তর সিরিয়ার একটি বন্দিশিবির পরিদর্শন করেছে। তাদের সফরের উদ্দেশ্য ছিল, বন্দিশিবিরে যে সব শিশুরা জন্মগ্রহণ করেছে তাদের পরিচয় নির্ণয় করা। এ ছাড়াও সুইডিশ-বংশোদ্ভূত শিশুদের পরিচয় সুনিশ্চিত করা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, সিরিয়ায় সফর করা প্রতিনিধি দলটি মোট ১২ জন নারী এবং ২২ জন শিশুর সাথে সাক্ষাত করেছে। শিশুদের পরিচয় নিশ্চিত করার জন্য নারীদের ডিএনএ টেস্ট করানোর জন্য তারা প্রস্তাব দিয়েছেন। বাচ্চারা সুইডিশ-বংশোদ্ভূত কি না তা নির্ণয় করার জন্যই এ প্রস্তাব। এর আগে আইএস কারাগারে বন্দি শিশুদের জন্য সুইডেনের জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ বোর্ডে উদ্বেগ প্রকাশ করে কয়েকটি প্রতিবেদন তৈরি করেছিল। প্রতিবেদনে শিশুরা আইএস বন্দিশিবিরে যে পরিবেশে অবস্থান করছে তাতে তাদের স্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানানো হয়েছিল। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বন্দিশিবিরে অবস্থানরত নারী ও শিশুদের সুইডেনে ফিরিয়ে আনার জন্য সার্বিক প্রস্তুতি চলছে বলে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়। সুইডেনে ফিরিয়ে আনার পর সব মহিলার সম্ভাব্য সব ধরনের অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট থাকার ব্যাপারে সুইডিশ কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে। এরই মধ্যে সুইডেনের উচ্চ আদালত সিরিয়া থেকে ফিরে আসা এক নারীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে, যিনি ২০১৪ সালে আইএস-এর সাথে যোগ দিয়ে যুদ্ধ করার জন্য তার দুই বছরের ছেলেসহ সিরিয়ায় গিয়েছিলেন। উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য নারী ’যৌনদাসী’ হিসেবে সিরিয়াতে গিয়েছিলেন এবং আইএস-এর সাথে যোগ দিয়েছিলেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ