মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আপাতত কিছু স্থিমিত হয়ে এলেও করোনাভাইরাস মহামারি এখনও অনেকটাই ভয়ঙ্কর। তাই তাড়াহুড়ো করে বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার এক সংবাদ সম্মেলনে সংস্থাটির জরুরি কর্মসূচি বিভাগের প্রধান মাইক রায়ান বলেছেন, হয়তো বিশ্বের কোনও প্রান্তে সংক্রমণের আরেকটি ঢেউ অপেক্ষা করছে। আর বিশ্বের বেশির ভাগ জায়গার জন্য এই মহামারি মাত্র শুরু হয়েছে। । তিনি বলেন, আমেরিকা মহাদেশের সব দেশ মিলিয়ে এখনও প্রতি সপ্তাহে ১০ লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। একই অবস্থা ইউরোপেও। সেখানে সপ্তাহে পাঁচ লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। বিষয়টা এমন নয় যে, মহামারি চলে গেছে। এটি এখনও শেষ হয়নি। গত সপ্তাহে সংস্থাটির আফ্রিকার পরিচালকও সতর্ক করে দিয়েছিলেন। তার ভাষায়, মহাদেশটিতে মহামারির তৃতীয় ঢেউয়ের যে গতি ও বিস্তার দেখা যাচ্ছে, তা নজিরবিহীন। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।