প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মারভেল সিনেমাটিক ইউনিভার্স (এমসিইউ) প্রতিষ্ঠা পাবার আগে পরিচালক অ্যাং লি ২০০৩ সালে মারভেল কমিক্সের ‘দ্য হাল্ক’ চরিত্র নিয়ে ‘হাল্ক’ নামে একটি চলচ্চিত্র নির্মাণে হাত দেন এরিক ব্যানাকে কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে। এরপর ২০০৮ সালে মুক্তি পায় ‘দি ইনক্রেডিবল হাল্ক’ এবার অবশ্য প্রধান চরিত্রে আসেন এডওয়ার্ড নর্টন। তারও পরে মার্ক রাফেলো হাল্ক ওরফে ব্রুস ব্যানারের ভূমিকায় অভিনয় করেন এমসিইউর একাধিক ফিল্মে। অনেকের আশা এই তিন অভিনেতা একবার তাদের করা চরিত্রে একসঙ্গে অভিনয় করবেন। এই প্রসঙ্গে মার্ক ম্যারনের পডকাস্টে ব্যানা মুখ খুলেছেন। তিনি জানান এমন সম্ভাবনা খুব কম। তিনি আরও জানান মার্ক রাফেলোর একটিও হাল্ক ফিল্ম দেখেননি তিনি, তবে নর্টনেরটি দেখেছেন। তাকে হাল্কের ভূমিকা করার জন্য আর ডাকা হয়নি। এই প্রসঙ্গে তিনি জানা এ নিয়ে তার কোনও দুঃখ নেই। তিনি বলেন, ‘২০০৩-এর ফিল্মের জন্য সায় তাৎক্ষণিক ছিল না। বেশ ভাবতে হয়েছিল। আমি চিত্রনাট্যের সঙ্গে একাত্ম হতে পারছিলাম না। এটি একমাত্র এমন ফিল্ম। আমি এমন ফিল্ম আসলে করতেই চাইনি। তখন এমসিইউ ছিল না। এমন আরও ফিল্ম করতে হবে এমন ভেবে আমি সায় দিইনি,, তিনি আরও বলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।