Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে করোনার তাণ্ডবে ৫০০ ছাড়িয়ে গেলো মৃতের সংখ্যা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৫:৩৮ পিএম

করোনাভাইরাস গতবছর থেকেই সারাবিশ্বকে থমকিয়ে দিয়েছে, কোন অবস্থাতেই যেন থামানো যাচ্ছে না করোনার এই ভয়ঙ্কর তাণ্ডব। এবার এই ভয়ঙ্কর তাণ্ডবে সিলেটে প্রাণ হারালেন পাঁচশতাধিক মানুষ। বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০২ জনে।

এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে সিলেট জেলা। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গত বছরের ১০ মার্চ থেকে এখন অবধি সিলেট বিভাগে ৫০২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনাক্রান্ত হয়েছেন এ বিভাগের ২৭ হাজার ৭১৬ জন। তন্মধ্যে ২৪ হাজার ৩৪২ জন সুস্থ হয়েছেন। শুধু সিলেট জেলায় প্রাণ হারান ৪০৭ জন। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, মৌলভীবাজারে ৩৮ জন ও হবিগঞ্জে ২২ জনের মৃত্যু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ