Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরদীতে গত ২৪ ঘণ্টায় আরো ১৬৬ জন করোনায় আক্রান্ত

ঈশ্বরদী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ৫:১৩ পিএম

গত ২৪ ঘন্টায় ঈশ্বরদী উপজেলায় নতুন করে আরো ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট ১ হাজার ৬৩ জন এর নমুনা পরীক্ষা করে উল্লেখিত সংখ্যক ব্যক্তির করোনা পজিটিভ পাওয়া গেছে।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আসমা খান জানিয়েছেন ,উপজেলা হেলথ কমপ্লেক্স এর মাধ্যমে সংগ্রহকৃত ৬৯ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে ২২ জনের। অপর দিকে বেসরকারিভাবে সংগ্রহকৃত ৯৯৪ জন এর নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পজিটিভ এসেছে ১৪৪ জনের। এ নিয়ে মোট গত ২৪ ঘন্টায় ঈশ্বরদীতে করোণা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জন । ঈশ্বরদীতে করোনা আক্রান্তের অধিক সংখ্যক রিপোর্ট আজকে এসেছে। ঈশ্বরদীর করোনা সংক্রমনের হট স্পট হিসেবে চিহ্নিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক-কর্মচারীরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকার কারণে ঈশ্বরদীতে করোণা সংক্রমণ বিস্তৃতি লাভ করেছে দিনকে দিন প্রকট আকারে। আর এক শ্রেণীর মানুষ স্বাস্থ্য বিধি অমান্য করার একটা অঘোষিত প্রতিযোগিতায় নেমেছে বলে মনে হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে এবং বেসরকারি বিভিন্ন মাধ্যম থেকে বারবার জনসচেতনতা সৃষ্টির জন্য বলা হলেও তারা মানতে চাইছে না। যে কারণে প্রতিনিয়ত করোণা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে প্রশাসনকে আরো কঠোর ভূমিকায় অবতীর্ণ হতে হবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ