Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে আরও ১৫৭জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:২২ পিএম

গত ২৪ঘন্টায় নোয়াখালীতে নতুন করে আরও ১৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৯৪ জনের নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া যায়। এতে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩১ দশমিক ৭৮ শতাংশ।

এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এগারো হাজার ৯৯৩ জন। মোট আক্রান্তের হার ১১ দশমিক ৮৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় এই নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৮ জনে। এর মধ্যে সদর উপজেলায় মারা যায় ২৭জন, সুবর্ণচরে ৪জন, বেগমগঞ্জ ৫১জন, সোনাইমুড়ীতে ৮জন, চাটখিল ১৪জন, সেনবাগে ২০জন, কোম্পানীগঞ্জ ৪জন, কবিরহাটে রয়েছে ২০জন। মৃত্যুর হার ১দশমিক ২৪ শতাংশ।

বুধবার সকালে জেলা সিভিল সার্জন ডা. মো.মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করেন।

ডা.মাসুম ইফতেখার জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫৫জন, সুবর্ণচরে ৩জন, বেগমগঞ্জ ৩০জন, সোনাইমুড়ীতে ১২জন, চাটখিল ১৫জন, সেনবাগ ১০জন, কোম্পানীগঞ্জ ১৯জন, কবিরহাটে ১৩জন রয়েছেন। তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ৫৭০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৩ দশমিক ৯৬ শতাংশ।
এদিকে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা চার হাজার ২১৭ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৭ জন ও আইসোলেশনে রয়েছেন ২১ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা ভাইরাস

১৫ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ