Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমন ক্ষেতের পোকা দমনে আলোক ফাঁদ

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লোহাগড়া (নড়াইল) উপজেলা সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ আলোক ফাঁদ ব্যবহারের মাধ্যমে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন মাঠে আমন ধান ক্ষেতে পোকা-মাকড় শনাক্তকরণের জন্য ব্যাপক তৎপর রয়েছে। উপজেলার বিভিন্ন ব্লকে আমন মৌসুমে নিয়মিত সন্ধ্যায় আলোক ফাঁদ ব্যবহার করছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আলোক ফাঁদ ব্যবহারের ফলে আলোর প্রতি সংবেদনশীল সকল পোকা আলোতে আকৃষ্ট হয়ে আলোক ফাঁদের নিকট আসে এবং সেখান থেকে বিভিন্ন ক্ষতিকর পোকা বিশেষ করে মাজরা পোকার মথ, বাদামি গাছ ফড়িংসহ অন্যান্য ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্ত করে যদি ক্ষতিকর পোকার উপস্থিতি বেশি দেখা যায় সে অনুযায়ী কৃষকদের সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ক্ষতিকর পোকা-মাকড় দমনের পরার্মশ প্রদান করা হচ্ছে। এখনো পর্যন্ত অত্র উপজেলায় ক্ষতিকর পোকা-মাকড়ের আক্রমণ পরিলক্ষিত হয়নি। গত শুত্রুবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরেজমিনে কাশিপুর ইউনিয়নের কাশিপুর ও বাহিরপাড়া ব্লকে আলোক ফাঁদ ব্যবহার করতে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সমরেন বিশ্বাস, প্রবীর কুমার সরকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মো. আনোয়ার হোসেন, উপ-সহকারী কৃষি অফিসার, প্রবীর কুমার দাস, উপ-সহকারী কৃষি অফিসার ও বাহিরপাড়া ব্লকের কৃষক মো. নাজমুল শিকদার, তরিকুল ইসলাম, মিজানুর রহমান, মো. সেলিম এবং পদ্মবিলা ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য মো. ওহেদুজ্জামান, কৃষক হাসানুজ্জামান, মাহফুজুর মোল্যা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আমন ক্ষেতের পোকা দমনে আলোক ফাঁদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ