রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
স্টাফ রিপোর্টার, সাভার থেকে
বকেয়া বেতনের দাবিতে সাভারে একটি ওষুধ কারখানার ভিতরে কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। গতকাল রোববার সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর সিংগাইর রোড এলাকায় ‘নোভেলটা বেষ্টওয়ে ফার্মাসিউটিক্যাল লিমিটেড’ কারখানায় এঘটনা ঘটে। খবর পেয়ে সাভার শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্রমিকরা জানায়, নোভেলটা বেষ্টওয়ে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানায় প্রায় ৭০ জন শ্রমিক ওষুধ তৈরির কাজ করেন। গত দুদিন আগে আগষ্ট মাসের বেতন দেওয়ার কথা ছিলো শ্রমিকদের। পরে বেতন না পাওয়ায় শনিবার রাত থেকে শ্রমিকরা কারখানার ভিতরে উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন। কর্মবিরতি করার ফলে প্রডাকশন ম্যানেজার শফিক এর নিদের্শে শ্রমিকদের উপর হামলা করে তাদের ভাড়াটে সন্ত্রাসীরা। এক পর্যায়ে শ্রমিকরা কাজ না করলে শ্রমিকদের বকেয়া বেতন না দিয়ে কারখানা থেকে পিটিয়ে হাত পা ভেঙ্গে বের করে দেওয়ার হুমকি দেন ওই প্রডাকশন ম্যানেজার। এদিকে শ্রমিকরা প্রডাকশন ম্যানেজার ও সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন। শ্রমিকদের দাবি বকেয়া বেতন না পাওয়ায় তারা ঈদের পরে মানবেতর জীবন যাপন করছেন। বেতন না পাওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান বলেন, আমরা মালিকপক্ষের সাথে আলোচনা করেছি সমাধানের চেষ্টা করা হচ্ছে। এ প্রসঙ্গে, নোভেলটা বেষ্টওয়ে ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানার কোন কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।