মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে চলে আসা একটি সশস্ত্র ড্রোন ভূপাতিত করেছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় সোমবার রাতে এ ঘটনা ঘটে। ড্রোনটি যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে চলে এলে মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা থেকে বাগদাদের আকাশে রকেট ছোড়া হয়।
ইরাকি নিরাপত্তাসূত্র জানায়, মার্কিন প্রতিরক্ষাব্যবস্থা থেকে ছোড়া রকেটে ড্রোনটি ভূপাতিত হয়। ড্রোনটিতে বিস্ফোরক ছিল। ইরাকের দুটি নিরাপত্তাসূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন দূতাবাস কম্পাউন্ডে পৌঁছাতে পারেনি ড্রোনটি। তার আগেই সেটিকে ভূপাতিত করা হয়। এ ঘটনায় দূতাবাসের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার তথ্য পাওয়া যায়নি। দূতাবাসের কাছে ড্রোন আসার কয়েক ঘণ্টা আগে ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে-এমন একটি ঘাঁটি লক্ষ্য করে একটি রকেট হামলা হয়।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরাকে মার্কিন স্বার্থকে নিশানা করে অন্তত ৪৭টি হামলা হয়েছে। এই ৪৭টি হামলার মধ্যে ছয়টি ছিল ড্রোন হামলা। ড্রোন ব্যবহার করে হামলা চালানোর বিষয়টি ইরাকে অবস্থানরত মার্কিন বাহিনীর জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। কারণ, ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে পারে ড্রোন। ড্রোন হামলা নিয়ে দুশ্চিন্তা থেকে সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরাকে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলার বিষয়ে তথ্য দিতে পুরস্কার ঘোষণা করে। এই পুরস্কারের পরিমাণ তিন মিলিয়ন মার্কিন ডলার। সূত্র : এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।