Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতক পৌরসভার জিরো পয়েন্টে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এএফএম ফারুক চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ) থেকে

সুনামগঞ্জের ছাতক পৌরসভার অত্যন্ত জনগুরুত্বপূর্ণ রাস্তা হচ্ছে ছাতক-চরেরবন্দ-বৌলা ও ছাতক-হাসপাতাল-মোগলপাড়া সড়ক। কিন্তু এসড়কের জিরো পয়েন্ট সংলগ্ন সিএন্ডবি অফিসের সামনের প্রায় ৪শ’ফুট রাস্তা বছরের পর বছর থেকে সংস্কারবিহীন অবস্থায় রয়েছে। ফলে এটি জনসাধারণের চলাচলের সম্পূর্ণ অনুপযোগি হয়ে উঠেছে। এছাড়া সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, গত ৭ বছর থেকে সংস্কার বিহীন এসড়ক দিয়েই চলাচল করছেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ও উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। কিন্তু তারা মাত্র ৪শ’ফুট রাস্তার উন্নয়নে কোন পদক্ষেপ নেননি। অথচ প্রত্যহ এখানে ঘটছে একাধিক সড়ক দুর্ঘটনা। এসড়ক দিয়ে চরেরবন্দ, মন্ডলীভোগ, মোগলপাড়া, তাতিকোনা, বৌলা, থানা ভবন, হাসপাতাল, সিএন্ডবি অফিস, ফরেস্ট অফিস, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক লোকজন যাতায়াত করে থাকেন। এসব এলাকার লোকজন উপজেলা পরিষদসহ সারা দেশের সাথে যোগাযোগ করতে ও রোগী নিয়ে হাসপাতালে যাতায়াত করতে এ রাস্তা ব্যবহার করতে হয়। এছাড়া চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, ছাতক অনার্স ডিগ্রী কলেজ, টেকনিক্যাল স্কুল ও কলেজ, জালালিয়া আলিম মাদরাসা, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন কিন্ডার গার্টেনের ছাত্র-ছাত্রীদের প্রত্যহ এ রাস্তা দিয়েই চরম দুর্ভোগে যাতায়াত করতে হচ্ছে। প্রায়ই এসব শিক্ষার্থীরা এখানে সড়ক দুর্ঘটনার শিকার হন। অনেক সময় দেখা যায়, রাস্তার কাদায় ছাত্র-ছাত্রীদের স্কুল ড্রেস ও বই-পত্রে পড়ে গিয়ে নষ্ট হচ্ছে। কিন্তু দীর্ঘদিন থেকে সংস্কার না করায় রাস্তাটি প্রায় দু’থেকে আড়াই ফুট গভীর গর্তে পরিণত হয়েছে। ফলে বৃষ্টি হলেই হাঁটু পানি জমে থাকে রাস্তার উপরে। কবে এ রাস্তাটি সংস্কার হচ্ছে এ প্রশ্ন এখন উপজেলাবাসীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছাতক পৌরসভার জিরো পয়েন্টে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ