রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদতা : কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (বিউবো) বিদ্যালয়ের শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ার দরুন ৯ম শ্রেণীর এক মেধাবী ছাত্রীকে স্টিলের স্কেল দিয়ে বেদম প্রহর করায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিচার ও শাস্তির দাবিতে ক্ষিপ্ত হয়ে উঠেছে শিক্ষার্থী, অভিভাবক ও সচেতনজনগণ। অভিভাবকের অভিযোগ পত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির হোসেনের কাছে নবম শ্রেণীর মেধাবী ছাত্রী ও ৮ম শ্রেণীর বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া ইয়াসমিন (ঐশি)-কে ক্লাস চলাকালীন সময়ে প্রাইভেট না পড়ার দরুন ক্ষিপ্ত হয়ে স্টিলের স্কেল দিয়ে শিক্ষক বেদম প্রহার করে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত করে ফেলে এবং শিক্ষার্থীকে প্রায়ই ত্রুটির কারণে প্রায় মানসিকভাবে নির্যাতন ও হেয় প্রতিপন্নসহ পরীক্ষায় সময় দেখে নিবে বলে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। উক্ত শিক্ষকের অনেক অনিয়মের বিরুদ্বে এলাকার একাধিক অভিভাবক অভিযোগ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দীনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই শিক্ষকের অনিয়মের কারণে তার ৮টি ক্লাস কেটে ২টি দেয়া হয় এবং ৯ম শ্রেণীর শিক্ষক থেকে তাকে ৮ম শ্রেণীতে পড়ানোর দায়িত্ব দেয়া হয়। গতকাল মঙ্গলবার ঐ শিক্ষকের নিকট থেকে শাস্তিমূলক বাকি দুটি ক্লাসও কেটে নেয়া হবে বলে উল্লেখ করেন। এদিকে বিউবো কাপ্তাই শাখার শ্রমিক লীগ সভাপতি ও অভিভাক তাজুল ইসলাম সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের কাছে জানতে চাইলে তারা বলেন, শিক্ষক যে কাজটি করেছে তা অবশ্যই অন্যায় ক্ষমার অযোগ্য। এ মন-মানসিকতা নিয়ে শিক্ষার্থীদের কোন শিক্ষক পাঠ দান করতে পারে না। এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের সাথে কথা বললে তিনি তার এ ধরনের কাজ করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন। ঐশির মা জোসনা বেগম ঐ পাষা- শিক্ষকের বদলি ও বিচার চেয়ে গতকাল মঙ্গলবার কাপ্তাই বিউবো ব্যবস্থাপকের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।