মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বয়স মাত্র পাঁচ মাস। অসহায় বাবা-মায়ের চোখের সামনে পাথরে পরিণত হয়ে যাচ্ছে শিশু মেয়েটি। অতি বিরল জিনগত রোগের শিকার আক্রান্ত ব্রিটেনের লেক্সি রবিনস। ধীরে ধীরে তার শরীরের সমস্ত মাংসপেশী পরিণত হচ্ছে হাড়ে। ২০ লাখের মধ্যে একজনের শরীরে এই লক্ষণ দেখা যায়।
চলতি বছরের ৩১ জানুয়ারি জন্ম নেয় লেক্সি। জন্মের পর সেভাবে কোনও অস্বাভাবিকতা চোখে পড়ে না বাবা মায়ের। তবে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তার বাবা-মা লক্ষ্য করেন শিশুটি পায়ের বুড়ো আঙুল নাড়াতে পারছে না। এমনকি পায়ের পাতার মাপ তার বয়সী আর পাঁচটা শিশুর থেকে অনেকটাই বড়। বিষয়টি অস্বাভাবিক থাকায় মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই জীবনের সব থেকে শকিং খবরটি পান রিবনস দম্পতি। জানা গেছে, একটি অতি বিরল রোগে আক্রান্ত পাঁচ মাসের লেক্সি। এই রোগে কঙ্কালের উপর হাড় গজিয়ে যায়। পেশি ও টেন্ডন কিংবা লিগামেন্টের মতো সংযোগকারী টিস্যুর জায়গাতেও হাড় গজিয়ে যায়। অসার হয়ে যায় শরীর। এই রোগে আক্রান্তের নড়াচড়ার ক্ষমতা একেবারেই চলে যায়। শয্যাশায়ী হয়েও ৪০ বছরের বেশি বাঁচে না আক্রান্ত।
পাঁচ মাসের শিশুর এত কঠিন রোগে আক্রান্ত তা মানতে পারেন না তার বাবা-মা। অন্যান্য বাচ্চাদের মতোই খিলখিলিয়ে সারাদিন হাসে লেক্সি। হাত-পা ছুঁড়ে খেলা করে। কান্নাকাটিও তেমন নেই। কিন্তু চিকিৎসকেরা বলেই দিয়েছেন তার অবশ্যম্ভাবী পরিণতি। বাকি সন্তানের বাবা-মায়েদের এই বিরল রোগ নিয়ে সচেতন করতে লেক্সির মা-বাবা সোশ্যাল মিডিয়ায় শুরু করেছেন ক্যাম্পেন। তাদের এক রত্তির মতো আরও কোনও দুধের শিশু এমন রোগে আক্রান্ত হলে যাতে সচেতন হওয়া যায়। সূত্র : ইউকে মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।