Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বার্গার খেয়ে বিশ্বরেকর্ড!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০০ এএম

১০ মিনিটে কয়টি বার্গার খাওয়া যায়? একটি বা দুটি, হয়তো তিনটি। কিন্তু এ সময়ের মধ্যে ৩৪টি বার্গার খেয়ে ফেললেন এক নারী! তার এক প্রতিদ্বন্দ্বী পুরুষও সমানসংখ্যক বার্গার খেয়ে রেকর্ড গড়েছেন। ‘অ্যানুয়াল ইনডিপেনডেনস বার্গার ইটিং চ্যাম্পিয়নশিপ’ নামের ওই প্রতিযোগিতার আয়োজক ই-বার্গার নামের খাবার সরবরাহের একটি চেইন শপ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তের মানুষ এই প্রতিযোগিতায় অংশ নেন।
গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বার্গার খাওয়ার এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই প্রতিযোগিতা বেশ ঘটা করেই আয়োজন করা হয়। এটা দেখতে সাধারণ মানুষও ভিড় জমান। প্রতিযোগিতা শেষে বিনা মূল্যে বার্গার খাওয়ারও সুযোগ থাকে। প্রতিযোগিতায় সময় বরাদ্দ থাকে ১০ মিনিট। এর মধ্যে যে যত বেশি বার্গার খেতে পারবেন, তিনিই হবেন চ্যাম্পিয়ন। পুরস্কার বাবদ চ্যাম্পিয়নকে দেয়া হয় ৪ হাজার ৩৫০ মার্কিন ডলার।
বার্গার খাওয়া শেষ হওয়ার কিছু সময় পর বিচারকেরা বিজয়ীর নাম ঘোষণা করেন। এবারের প্রতিযোগিতায় যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন মলি শুইলার ও ড্যান ‘কিলার’ কেনেডি। মলির বাড়ি ক্যালিফোর্নিয়ায়। তিনি চার সন্তানের জননী। মলি এর আগে ১০ মিনিটে ৩৫টি বার্গার খেয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। আর কেনেডির বাড়ি পেনসিলভানিয়ায়। প্রতিযোগিতায় তাদের ‘লড়াই’ হয়েছে সমানে সমান। বার্গার খাওয়া ও পুরস্কার বিতরণসহ প্রতিযোগিতার কিছু ছবি অনলাইনে পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, বিজয়ী দুজন ট্রফি ধরে রেখেছেন। তাদের কোমরে বাঁধা হয়েছে বিজয়ী বেল্ট। জয়ী হওয়ার অনুভূতি জানতে চাইলে কেনেডি বলেন, তিনি খুবই খুশি। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ