Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফতুল্লায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নিখোঁজ হওয়ার ৩ দিন পর সাকিব (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুুলিশ। গতকাল শনিবার দুপুরে ফতুল্লার পাগলা নূরবাগ এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সাকিব একই এলাকার আবু বক্কর মিয়ার বাড়ির ভাড়াটিয়া আলমগীরের ছেলে।
ধারণা করা হচ্ছে, গত তিনদিন আগে সাকিব তাদের বাড়ির ছাদে উঠে অন্য বাচ্চাদের সাথে ঘুড়ি উড়াতে শুরু করে। কোন এক সময় সাকিব ছাদ থেকে পড়ে গিয়ে ছাদের নিচে একটি ডোবায় তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। এতে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর কোন সন্ধান পায়নি।
শনিবার দুপুরে ওই ডোবায় শিশুটির লাশ ভেসে উঠলে এলাকার লোকজন দেখে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে সাকিবের পরিবার লাশটি দেখে সনাক্ত করেন। নিহতের মা তাসলিমা বেগম জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে তার শিশু সন্তান সাকিবকে পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন জায়গা খুঁজে না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফতুল্লায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ