Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিন্দুরাই দেশে সবচেয়ে নিরাপদে আছে - কাজী ফিরোজ রশিদ

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ এমপি বলেছেন, বর্তমানে হিন্দু সম্প্রদায়ের মানুষ এদেশে সবচেয়ে নিরাপদে আছে। সারা পৃথিবী যেখানে জঙ্গিবাদের আতঙ্কে আতঙ্কগ্রস্ত, সেখানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা উৎসব হিন্দু-মুসলমান ভাই ভাইয়ে মিলেমিশে উপভোগ করে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। শুক্রবার বিকালে রাজধানীর টিকাটুলিতে স্বারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-৬ আসনের ৬৬টি পূজাম-বে নগদ অর্থ বিতরণ এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।কাজী ফিরোজ বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম হলেও এদেশে সাম্প্রদায়িক সম্প্রতি যেভাবে বিরজমান থাকে তার নজির পৃথিবী অন্য কোন রাষ্ট্রে আছে তা আমার জানা নেই। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র হলেও আমরা তাদের প্রতিবেশী ভাবি না, আমরা তাদের ভাই এবং কাছের বন্ধু হিসেবে ভাবি। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক জামাল রানা, আওয়ামী লীগের মহানগর নেতা হাজী আবু সাঈদ, চৌধুরী আশিকুর রহমান, গাজী আবু সাঈদ, হাজী আবুল হোসেন প্রমুখ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিন্দুরাই দেশে সবচেয়ে নিরাপদে আছে - কাজী ফিরোজ রশিদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ