Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:৪০ পিএম

আজ সোমবার (৫ জুলাই) থেকে সারাদেশে আবারও ট্রাকে করে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবি। চলমান কঠোর লকডাউনে নিম্ন আয়ের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে টিসিবির এই কার্যক্রম চলবে ২৯ জুলাই পর্যন্ত।
টিসিবির ডিলারদের মাধ্যমে ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা ও ৫ লিটারের বোতলজাত সয়াবিন ৫০০ টাকা দরে বিক্রি করা হবে। সামাজিক দূরত্ব মেনে এসব পণ্য কেনার কথা টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
টিসিবির মুখপাত্র হুমায়ূন কবির জানিয়েছেন, আজ থেকে ট্রাক সেল কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত। পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করে এ কার্যক্রম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। উল্লেখ্য, এর আগে গত ৬ জুন টিসিবি সাশ্রয়ী মূল্যে সারা দেশে পণ্য বিক্রি শুরু করেছিল, যা চলে ১৭ জুন পর্যন্ত।



 

Show all comments
  • Md shuvo ৯ জুলাই, ২০২১, ৯:৫৮ এএম says : 0
    Mirpur 12 kothay pabo tcb er gari??
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টিসিবি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ