বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাধবপুর (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ঢাকা-সিলেট রেল স্টেশনের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরষপুর রেল স্টেশনে আন্ত:নগর পারাবত ট্রেন থামানোর দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও রেলপথ অবরোধ করে। গতকাল (শনিবার) সকাল ৯টায় মাধবপুর ও পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার ৬টি ইউনিয়নের কয়েক হাজার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্ত:নগর পারাবত এক্সপ্রেস হরষপুর রেল সেটশনে পৌঁছলে জনতার অবরোধের মুখে পড়ে প্রায় ৩০ মিনিট যাত্রাবিরতি করতে বাধ্য হয়। মানববন্ধন শেষে পথ সভায় দাবি বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী আওয়ামী লীগ নেতা শিক্ষক আব্দুল হাই মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, আওয়ামী লীগ নেতা ফারুক আহাম্মেদ পারুল, ইউপি সদস্য আব্দুল আউয়াল, বিজয়নগর উপজেলার সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, যুব নেতা হাজী তাহের, এডভোকেট শাহেদুল ইসলাম, শিক্ষক ফজলুর রহমান, কাউছার আহাম্মেদ, ছাত্রদল নেতা সোহেল মিয়া, মাওলানা মিজানুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, আন্ত:নগর পারাবত ট্রেন থামানোর জন্য ২০১৩ সাল থেকে এই পর্যন্ত মানববন্ধন, বিভিন্ন সমাবেশের মাধ্যমে জোর দাবি জানিয়ে আসছি। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।