বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
খুলনা ব্যুরো : খুলনায় পিতার হাতে আবারও এক বছরের ছেলে শিশু হত্যাকাÐের মতো পাশবিক ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতের এ ঘটনায় নিহত হাসানুলের ঘাতক পিতা হারুণ-অর-রশিদ সরদারকে (৩০) আটক করেছে পুলিশ। খুলনার ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মাগুরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
এরআগে, গত ১৮ সেপ্টেম্বর মহানগরীর হরিণটানা থানার রাজবাঁধ এলাকায় সৎ বাবা আবু সাইদের হাতে খুন হয় পাঁচ বছরের শিশু সিয়াম। ওই ঘটনায় সৎ বাবাকে আটক করেছিল পুলিশ। পুলিশ জানায়, হারুণ এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। শুক্রবার বিকেলে সে মাদক সেবনের জন্য স্ত্রী সালমা খাতুনের (২৫) কাছে একশ’ টাকা চায়। সালমা টাকা দিতে অস্বীকার করলে, হারুণ তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। একপর্যায়ে ক্ষিপ্ত হারুণ মায়ের পাশে থাকা হাসানুলকে উঠানে ছুড়ে মারে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্ত্রী ও বাড়ির লোকজনের আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে বাবা হারুণ পালিয়ে যাওয়ার চেষ্টা করে ঘাতক। প্রতিবেশীরা তাকে আটক করে স্থানীয় মাগুরাঘোনা এলাকার পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক ও নিহত শিশুর লাশ উদ্ধার করে। ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, শিশুটির বাবা হারুণ-অর-রশিদ একজন মাদকসেবী। নেশার টাকা না পেয়ে সে এ ঘটনা ঘটিয়েছে। তাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।