বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডের শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য ৬ সেট কম্পিউটার প্রদান করেছেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ এমপি। গত শুক্রবার মাইজপাড়ায় হৃদয়ে-৭১ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনে কম্পিউটার প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি মহল্লায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের যে মহতী উদ্যোগ তারই অংশ হিসেবে ৪১ নং ওয়ার্ডে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে কম্পিউটার ব্যবহার ও শিক্ষার্থীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমএ লতিফ এমপি উপস্থিত দলীয় নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই যোগ্য উত্তরসূরি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়ার আহŸান জানান। তিনি বলেন, সরকার নতুন প্রজন্মকে তথ্য-প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ করতে বদ্ধপরিকর। এজন্য সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান করেছে। বিদ্যালয়ে যেসব শিক্ষার্থী কম্পিউটার জ্ঞান অর্জনে পুরোপুরি সক্ষম নয় তাদের জন্য প্রশিক্ষণ কেন্দ্রটি সহায়ক ভূমিকা পালনে করবে। প্রত্যন্ত অঞ্চলের গরিব মেধাবী শিক্ষার্থীরা দূরে না গিয়ে তার নিজ এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ নিতে সক্ষম হবে। এ সময় ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরী, মহিলা কাউন্সিলর শাহনূর বেগম, আওয়ামী লীগের সহ-সভাপতি ওয়াহিদুল আলম, সাধারণ সম্পাদক নুরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, আওয়ামী লীগ নেতা সেলিম আফজলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।