বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সারাদেশে লকডাউনের ৪র্খ দিনে টাঙ্গাইলের সখিপুরে লকডাউনের নিয়ম-কানুন না মানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫হাজার ৪শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।প্রতিদিনের মতো রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় দুটি মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে দায়িত্ব পালন করেন,ইউ্এনও চিত্রা শিকারী ও এসিল্যান্ড হামীম তাবাসসুম প্রভা। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সখিপুর উপজেলায় লকডাউন বাস্তবায়নে দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দণ্ডবিধির ২৬৯ ধারায় মোট ১৩ টি মামলায় ৫ হাজার ৪শত টাকা এবং সড়ক পরিবহন আইনে ১টি মামলায় ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ইউএনও ও এসিল্যান্ড দুটি পৃথক অভিযানে এ দন্ড প্রদান করেন। ইউএনও চিত্রা শিকারী বলেন,সখিপুরের মানুষের জানমাল রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।