Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিল কসবিকে সমর্থন করে তোপের মুখে ফিলিসিয়া রাশাদ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ জুলাই, ২০২১, ১২:০২ এএম

অভিনেতা বিল কসবিকে আদালতের কারাগার থেকে মুক্তি দেয়ার সিদ্ধান্তকে সমর্থন করার পর অভিনেত্রী ফিলিসিয়া রাশাদ বিতর্কের কেন্দ্রে পতিত হয়েছেন। এর ফলে কয়েকজন মার্কিন বিখ্যাত কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্ব হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজ অফ ফাইন আর্টসের ডিনের পদ থেকে তার পদচ্যুতির আহবান করেছে। বিশ্ববিদ্যালয় এই আহবানে সাড়া দেবে কিনা তা এখনও জানা যায়নি। রাশাদ ফ্যামিলি সিটকম ‘দ্য কসবি শো’তে বিল কসবি রূপায়িত চরিত্রের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতেন। কসবি গত সপ্তাহে তার বিরুদ্ধে আনীত যৌন নির্যাতনের মামলায় কারাদন্ড থেকে রেহাই লাভ করেছেন। এর পরই রাশাদ কসবির ছবিসহ টুইট করেন, ‘অবশেষে!!! এক মারাত্মক ভুল সংশোধন করা হল। সুবিচারের গর্ভপাতকে সংশোধন করা হল!’ তার টুইট প্রকাশের পর অনেকেই তাকে সমর্থন করে টুইট করে, তবে মাদক সেবন করিয়ে ধর্ষণ করার অভিযোগে কারাদন্ডপ্রাপ্ত কসবিকে সমর্থন করার জন্য তার তীব্র সমালোচনা করে মন্তব্য করে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক জেলানি কব হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়কে সরাসরি টুইট করেন, ‘এই মানুষটির ডিন থাকা উচিত নয়।’ কসবি (৮৩) আন্ড্রেয়া কনস্ট্যান্ডের ধর্ষণ মামলায় তিন থেকে ১০ বছরের কারাদন্ডের ৩ বছর ভোগার পর মুক্তি পেয়ে টুইট করেন, তিনি সবসময়ই দাবী করেছেন তিনি নির্দোষ, তিনি ভক্ত ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিসিয়া রাশাদ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ