Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় লকডাউনে ২৮ জনকে ১৫ হাজার টাকা জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৬:৪৬ পিএম

লকডাউন অমান্য করায় আজ রোববার খুলনায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ২৮ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে ২২ জনকে এবং র‌্যাবের ভ্রাম্যমান আদালতে ৬ জনকে জরিমানা করা হয়।

খুলনা জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মহানগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে ১২ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়। মহানগরীতে ৪ জন ম্যাজিষ্ট্রেট এবং ৯ উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অন্যদিকে, সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নগরীর সদর থানা এলাকায় র‌্যাবের অভিযানে ৬ জনকে ২ হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা

১৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ