Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিপিএইচ’র নতুন প্লান্টে ১শ’ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) তাদের এক স্মারকমূলে গত ২২ সেপ্টেম্বর অস্ট্রিয়া কভার্ড এক্সপোর্ট ক্রেডিট এজেন্সি (ইসিএ)’র আওতাধীন ৯৪,৮৪৯,৪০৪.০০ মার্কিন ডলার মূল্যের মেয়াদি ঋণ অনুমোদন করেছে এবং ৫,৮৮২,৮৯০.০০ মার্কিন ডলার মূল্যের ডেফার্ড পেমেন্ট সুবিধা গ্রহণের অনুমতি দিয়েছেন। জিপিএইচ ইস্পাতকে জার্মানির বিএইচএফ ব্যাংক বাংলাদেশের ৫টি ব্যাংক কর্তৃক গঠিত কর্ন্সোটিয়ামের মাধ্যমে এ ঋণ দেবে। এ ঋণ পরিশোধের মেয়াদ হবে সাড়ে বারো বছর, সুদের হার ১.৪০ শতাংশ + ৬ মাস লাইবর (লন্ডন আন্তঃব্যাংক সুদের হার)। ডেফার্ড পেমেন্টের সুবিধা প্রদানকারী সংস্থা হচ্ছে অস্ট্রিয়ার প্রাইমেটালস টেকনোলজিস্ জিএমবিএইচ এবং এ ঋণ পরিশোধের মেয়াদকাল হচ্ছে পারফরমেন্স এক্সপেটেন্স সার্টিফিকেট ইস্যুর পর থেকে ৬ বছর ৩ মাস। গতকাল (শনিবার) জিপিএইচ কর্তৃপক্ষ ঋণ গ্রহণের অনুমোদন বিষয়টি বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে অবহিত করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জিপিএইচ’র নতুন প্লান্টে ১শ’ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ