বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : এবার প্রভাবশালী আমানতকারীদের নিকট জমিজমা বিক্রি করে গ্রাহকদের আমানতের প্রায় ৬০ কোটি টাকা নিয়ে সপরিবারে গা-ঢাকা দিয়েছে সান্তাহারের আপ্রকাশি মালটিপারপাস কো-অপারেটিভ-এর মালিক এস এম জুয়েল। ফলে ঘটনাটি জানাজানির পর আমানতকারীদের মাঝে চরম উত্তেজনা দেখ দিয়েছে। কয়েকজন নারী আমানতকারী আপ্রকাশির ব্যবসা প্রতিষ্ঠান স্টার হোটেল দখল করে নিয়েছে।
জানা যায়, ২০০২ সালে বগুড়ার সান্তাহারের স্বনামধন্য হোটেল ব্যবসায়ী ওসমান গণির ছেলে এস এম জুয়েল আপ্রকাশি মালটিপারপাস কো-অপারেটিভ ঋণদান ও আমানত সংগ্রহ সংস্থা খুলে স্থানীয় কৃষক, ছোট-বড় ব্যবসায়ী, বেকার যুবক, অবসরপ্রাপ্ত চাকরিজীবীসহ প্রায় আড়াই হাজার আমানতকারীর নিকট থেকে প্রায় ৬০ কোটি টাকা আমানত সংগ্রহ করে প্রতি মাসে লাখে ২ হাজার টাকা করে মুনাফা দিয়ে আসছিল। একপর্যায়ে মুনাফাতো দূরের কথা আসল টাকা ফেরত দিতে তালবাহানা শুরু করে। একপর্যায়ে আমানতকারীরা শহরের মুক্তিযোদ্ধা মার্কেটের ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এবং স্টেশন রোডের আপর ব্যবসা প্রতিষ্ঠান হোটেল স্টারে তালা ঝুলিয়ে দেন। পরে আমানতকারীদের টাকা ফেরতের আশ্বাস দিয়ে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান খোলার কয়েক দিন পর কয়েকজন প্রভাবশালী আমানতকারীর কাছে বেশকিছু জমিজমা বিক্রি করে ফের আপ্রকাশির মালিক এবার সপরিবারে গা-ঢাকা দিয়েছে। এ ঘটনা জানাজানির পর স্থানীয় আমানতকারীদের মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে।
কয়েকজন নারী আমানতকারী আপ্রকাশির ব্যবসা প্রতিষ্ঠান হোটেল স্টার দখল করে নিয়ে নারী ঐক্য সংগঠনের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। আর সাধারণ আমানতকারীদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ ও উত্তেজনা।
টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আরো দুই আসামীর আত্মসমর্পণের পর জেলহাজতে প্রেরণ
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার পলাতক আরো দুই আসামী সাবেক কাউন্সিলর মাসুদুর রহমান মাসুদ ও যুবলীগ কর্মী নুরু আদালতে আত্মসমর্পণ করেছে।
গতকাল (শনিবার) সকালে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে তারা। উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর হত্যা মামলার প্রধান আসামী টাঙ্গাইল-৩ ( ঘাটাইল ) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা একই আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। পরের দিন সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে টাঙ্গাইল জেলা কারাগার থেকে কাশিমপুর-০১ কারাগারে স্থানান্তর করা হয়।
মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ হত্যার অভিযোগে টাঙ্গাইলের-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুর রহমান খান মুক্তি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকনসহ ১৪ জনকে আসামী করে গত ৩ ফেব্রæয়ারি টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে গত ৬ এপ্রিল গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত। টাঙ্গাইলের সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আমিনুল ইসলাম গ্রেফতারী পরোয়ানার এ আদেশ দেন।
আ’লীগের পাল্টাপাল্টি সমাবেশে ১৪৪ ধারা জারি
আওয়ামী লীগের দুই গ্রæপ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ড চত্বরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেখানে শনিবার দুুুপুর ১২ থেকে রাত ৯টা পর্যন্ত সকল প্রকার মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।