মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভাগ্যের জোরেই চিতাবাঘের কবল থেকে বেঁচেছেন দ্ইু ভাই। আর চিতাবাঘকে হটিয়ে দিতে তারা সাহায্য নিয়েছেন আক্ষরিক অর্থেই ‘মিষ্টি’ একটা অস্ত্রের!
ভারতের মধ্যপ্রদেশের দুই ভাই ফিরোজ মনসুরি আর সাবির মনসুরি সন্ধ্যার দিকে নেপানগর শহর থেকে গোরাদিয়া গ্রামে মোটরসাইকেলে ফিরছিলেন। তাদের সঙ্গে ছিল ফিরোজের ছেলের জন্মদিন উপলক্ষে কেনা একটা কেক।
পথে বুরহানপুরে রাস্তার পাশের আখক্ষেত থেকে বের হয়ে একটা চিতাবাঘ তাদের ধাওয়া করে। তারা আরও দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু বিশ্বের অন্যতম দ্রুতগতির প্রাণী চিতাবাঘের সঙ্গে গতিতে পেরে ওঠা সোজা কথা নয়।
তাই চিতাবাঘ তাদের প্রায় নাগাল পেয়ে গিয়েছিল। এ সময় মোটরসাইকেলে পেছনে বসা সাবির হাতে থাকা কেকটাই চিতাবাঘের মুখে ছুঁড়ে মারে। ‘মিষ্টি অস্ত্রের আঘাতে’ বিভ্রান্ত চিতাবাঘ রণে ভঙ্গ দিয়ে ফের আখক্ষেতে ঢুকে পড়ে। এমনকি কেকটা চেখে দেখার কথাও চিতাটির মনে হয়নি বলে স্থানীয় সংবাদপত্র জানিয়েছে।
সাবির বলেন, চিতাটি আমাদের প্রায় ৫০০ মিটারের মতো অনুসরণ করেছিল। আমরা অল্পের জন্য বেঁচে গেছি।
সরকারি হিসাব অনুযায়ী, ভারতে চিতাবাঘের সংখ্যা ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ৬০ শতাংশ বেড়েছে। বর্তমানে দেশটিতে ১৩ হাজারের মতো চিতাবাঘ আছে। সবচেয়ে বেশি সংখ্যক চিতাবাঘ আছে মধ্যপ্রদেশে। তবে বাঘ মানুষকে এড়িয়ে চললেও চিতাবাঘের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না। প্রায়ই চিতাবাঘকে গ্রামে এমনকি শহরেও ঢুকে পড়তে দেখা যায়। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, টাইমস নাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।