Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিয়াম নিসন ‘জেমস বন্ড’-এর অফার ফিরিয়ে দিয়েছিলেন যে জন্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

অভিনেতা লিয়াম নিসন জানিয়েছেন ১৯৯০’র দশকে ‘জেমস বন্ড’ ফিল্মে অভিনয়ের অফার পেয়েছিলেন। তবে তার স্ত্রী এই ব্যাপারে তাকে বাধা দেন বলে তিনি সেই অফার ফিরিয়ে দেন। ৬৯ বছর বয়সী অভিনেতাকে তার স্ত্রী নাটাশা রিচার্ডসন তাকে চূড়ান্ত শর্ত দেন যাতে তিনি সম্ভাব্য বন্ড ভূমিকা নিতে পারেননি। ‘দ্য লেট লেট শো উইথ জেমস কর্ডেন’-এ নিসন স্বীকার করেছেন তার অভিনয়ে ১৯৯৩ সালের ‘শিন্ডলার্স লিস্ট’ মুক্তি পাবার পর প্রযোজক বারব্রা ব্রকোলি তাকে জেমস বন্ড চরিত্রে অভিনয়ে প্রস্তাব দেন। তিনি নাটাশাকে বিয়ে করা বা ‘জেমস বন্ড’-এ অভিনয় দুটোর থেকে একটি বেছে নিতে হয়। ‘আমি জানি তারা একাধিক অভিনেতাকে বিবেচনা করা হচ্ছিল, আমিও তাদের মধ্যে ছিলাম। তবে, আমার পরলোকগত স্ত্রী আমাকে বলেছিল, ‘ডার্লিং, যদি ‘জেমস বন্ড’-এর অফার পেয়ে থাক, হয় তাতে সায় দাও নয় আমাকে বিয়ের ভাবনা বাদ দাও,’ নিসন বলেন। নিসনের স্ত্রী ২০০৯ সালে স্কি করার সময় মাথায় আঘাত পেয়ে মারা যান। তিনি আঘাত পাবার পর প্রাথমিক চিকিৎসা নিতে অস্বীকার করেছিলেন। নিসন এবং তার ছেলে মাইকেল নাটাশার স্মৃতিতে ২০২০-এর ফিল্ম ‘মেইড ইন ইটালি’ নির্মাণ করেন। মাইকেল ২০১৮তে তার নামের শেষাংশ বদলে রাখেন রিচার্ডসন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ