বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনা আক্রান্ত হয়ে প্রাণহানী হয়েছে আরও ১ জনের। সেই সাথে আক্রান্ত সনাক্ত হয়েছেন ২০৩ জন। এর মধ্যে ১১০ জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসায় সুস্থ হয়েছেন ৫৬ জন। গত বছরের মার্চ থেকে এ বছরের ৩ জুলাই পর্যন্ত বিভাগে করোনায় ৪৮১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৩৯৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৩ জন, হবিগঞ্জে ১৯ জন ও ৩৬ জন রয়েছেন মৌলভীবাজারের। আাজ শনিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ২০৩ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট ১১০ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৩৫ জন, ২৩ জন মৌলভীবাজারে ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১২ জনের সনাক্ত হয়েছে করোনা। নতুন এই ২০৩ জন সহ বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা এখন দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৮৬ জনে। এরমধ্যে শুধুমাত্র সিলেট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৫৩১ জন, সুনামগঞ্জে ৩ হাজার ০৩৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৮১৬ জন ও ৩ হাজার ১০০ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন মৌলভীবাজারে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৬ জন। এরমধ্যে সিলেট ৩৭ জন ও মৌলভীবাজারে আরও ১৯ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২৩ হাজার ৮৩৩ জন। এর মধ্যে সিলেট ১৬ হাজার ১৮৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮৩০ জন, হবিগঞ্জে ২ হাজার ১১০ জন ও ২ হাজার ৭০৪ জন সুস্থ হয়েছেন মৌলভীবাজারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন করোনা আক্রান্ত রোগী। এরা সবাই সিলেটের বাসিন্দা। সবিমিলিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯৭ জন। এরমধ্যে সিলেট ৩৭৩ জন, সুনামগঞ্জে ৬ জন, হবিগঞ্জে ২ জন ও আরও ১৬ জন মৌলভীবাজারে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।