বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সার্ভার ত্রুটির দরুণ সারাদেশের ৫৩টি কেন্দ্রে শত শত বিদেশগামী কর্মীরা আজ করোনা টিকার নিবন্ধন করতে পারেনি। সকল থেকেই কেন্দ্রে জড়ো হওয়া বিদেশগামী কর্মীরা চরম ভোগান্তির কবলে পড়েন। গতকাল শুক্রবার রাত ১২টা থেকে ভোর রাত পর্যন্ত সার্ভার সচল হলে প্রবাসী কর্মীরা নিজ নিজ বাসায় বলে অ্যাপস এর মাধ্যমে ঢুকে ২০০ টাকা জমা দিয়ে মাত্র ৬৭টি টিকার নিবন্ধন সম্পন্ন করেছে। সকাল ৮টায় সার্ভার আবার বিকল হয়ে পড়লে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে বিদেশগামী কর্মীরা হৈ চৈ শুরু করেন। টেকনিশিয়ানের অভাবে আজ সারাদিন সার্ভার চালু করা সম্ভব হয়নি। বিএমইটির নির্ভরযোগ্য সূত্র এতথ্য জানিয়েছে।
পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সরোয়ার আলম দু:খ প্রকাশ করে বলেন, সার্ভার ত্রুটির দরুণ আপনাদের নিবন্ধন কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আপনারা শুধু নিবন্ধনের ফরম ও আনুষাঙ্গিক কাগজপত্র ও দুই শত টাকা রেখে যান সার্ভার চালু হলেই আমরা আপনাদের নিবন্ধন করে রাখবো। পড়ে বিক্ষুব্ধ প্রবাসী কর্মীরা প্রায় তিনশ’ ফরম জমা দিয়ে নিরাশ মনে বাড়ি ফিরে যান। চট্টগ্রামসহ সারাদেশের জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস গুলোতেও একই চিত্র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।